সুনামগঞ্জে ৬ ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা
সুনামগঞ্জের দিরাইয়ে ছয় ভুয়া চিকিৎসককে বিভিন্ন পরিমাণে ও মেয়াদে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চার ভুয়া চিকিৎসকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে একজনকে চার মাসের জেল এবং অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে সিলেট র্যাব-৯ এর সদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিনিয়া চাকমা স্বাক্ষরিত এ বিবৃতিতে জানানো হয়, রোববার বেলা আড়াইটার দিকে দিরাই উপজেলায় মেজর আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাবের এক বিশেষ দল। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট হাওলাদার ও মেডিকেল অফিসার ডা. এহসানের উপস্থিতি ছিলেন।
ছামির মাহমুদ/এআরএ/আরআই