জঙ্গিবাদে জড়িতরা বিদেশ থাকলে ফিরিয়ে আনা হবে : মনিরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৮ আগস্ট ২০১৭
ফাইল ছবি

নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে জঙ্গিবাদে জড়িতরা কেউ দেশের বাইরে থাকলে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘নিখোঁজদের মধ্যে অনেকে দেশ ও দেশের বাইরে রয়েছে। জঙ্গিবাদে জড়িত কেউ বিদেশে রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। দেশেও নিখোঁজদের ‘খুঁজে বের করার চেষ্টা চলছে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 'স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিটকে আলাদা করার কাজ অনেক দূর এগিয়েছে। আমরা জঙ্গিবিরোধী অভিযানের মাধ্যমে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিয়েছি। এখন বড় ধরনের হামলার সক্ষমতা নেই জঙ্গিদের।’

ভারতে গ্রেফতার আব্দুল্লাহ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, ‘আব্দুল্লাহ আট বছর আগে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যায়। সেখানে সে মাদরাসায় ভর্তি হয়েছিল। সেখানে থাকাকালেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।’

হলি আর্টিসান হামলার মামলার চার্জশিট দাখিল সম্পর্কে তিনি বলেন, ‘এখনও ওই মামলার এক আসামি রিমান্ডে রয়েছে। রিমান্ড শেষে আমরা সিদ্ধান্ত নেব কবে চার্জশিট দেওয়া যায়।’

ইংলিশ স্পোকেন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিদেশি ডেলিগেট ও অতিথিদের যদি আপনি ইংরেজিতে কাঙ্খিত প্রশ্নটি করতে না পারেন, তবে কাঙ্খিত উত্তর আপনি নাও পেতে পারেন। সে কারণে ক্রাইম রিপোর্টারদের পেশাগত কারণে ইংরেজি ভাষা শেখা জরুরি। ইংরেজি ভাষার মানুষরাই বিশ্ব শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের সব শাখায় ইংরেজি ভাষার মানুষরা উৎকর্ষের শীর্ষে উঠেছে। উচ্চতর শিক্ষায় বাংলা ভাষার বই কম। সেক্ষেত্রে ইংরেজি ভাষার বই আমাদের পড়বে হয়। ইংরেজি ভাল না জানলে, ভাল বোঝা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘অপরাধ এখন ট্রান্সন্যাশনাল হয়ে গেছে। একই অপরাধ এখন দেশে-বিদেশে হচ্ছে। বিদেশে থেকেও দেশে অপরাধ করছে। এসব ক্ষেত্রে রিপোর্টারদের রিপোর্ট করতে হলে, জানতে হলে, ইংরেজি ভাষা জানা ও বলা শিখতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বিডি ইয়াংস্টার্জের চেয়ারম্যান সাব্বির রহমান প্রমুখ।

জেইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।