১০ উইকেটে হারলো বাংলাদেশ


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

টেস্টেও হারের মুখ দেখলো মুশফিক বাহিনী। দ্বিতীয় ইনিংসে ১২ রানের লিড নিয়ে ইনিংস হার এড়ালেও হারের লজ্জা থেকে বের হতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ১০ উইকেটে হারে লাল সবুজরা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ১২ রানের লিড নেয় বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল সবকটি উইকেট হারিয়ে ৩১৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১১৬ রানে আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার কেমার রোচ। জবাবে ১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২.৪ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন ব্রাথওয়েইট।

এর আগে ৭ উইকেটে ৪৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।