দক্ষতা বাড়াতে নার্সদের কর্মশালা শুরু


প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩১ মে ২০১৫

সেবার মান ও দক্ষতা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিসের উদ্যোগে রোববার সকাল ১০টায় এ ব্লকের ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ৬ জুন পর্যন্ত।

কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার ও ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস-এর প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর গোলাম হাসান রাব্বানী।

উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো: শহীদুল্লাহ সিকদার বলেন, নার্সদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। রোগীদের সেবায় ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নার্সদের গুরুত্ব উপলব্দি করেই তিনি নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন। তবে নার্সদের সেবার মান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি তাদের বেতন ও মর্যাদা আরো বৃদ্ধি করাও প্রয়োজন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।