নারীরা জাতীয় উন্নয়নের মূলধারাকে সামনে নিয়েছে


প্রকাশিত: ১১:২১ এএম, ৩১ মে ২০১৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নারীদের আত্ম-নির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। আর এ সুযোগে নারীরা জাতীয় উন্নয়নের মূলধারাকে সামনে নিয়ে এসেছেন। যা অতীতে কোনো সরকার পারেনি।

রোববার দুপুর সাড়ে ১২টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা র্ডপ এর সহযোগিতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দারিদ্র বিমোচনে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত `মা`দের জন্য ‘‘স্বপ্ন প্যাকেজ’’ শীর্ষক কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



প্রতিমন্ত্রী বলেন, এ দেশের নারীদের সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে সরকার। নারীদের এখন আর পিছন ফিরে তাকাতে হয় না।  
 
মহিলা বিষয়ক অধিদফরের মহাপরিচালক সাহিন আহ্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।