গাবতলী পশুর হাটের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৭ আগস্ট ২০১৭

ঈদুল আজহার প্রায় মাস খানেক বাকি। ইতোমধ্যে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে শুরু হয়েছে প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, প্রথমত স্বল্প পরিসরে প্রস্ততি শুরু হলেও আগামী সপ্তাহ নাগাদ পুরোদমে শুরু হবে।

সোমবার গাবতলীর পশুর হাটে সরেজমিনে দেখা যায়, হাটের ভেতরের রাস্তা পরিষ্কার, অপ্রয়োজনীয় কাদামাটি অপসারণ করা হচ্ছে। কিছু দিন আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হচ্ছে। একই সঙ্গে পাবলিক টয়লেটের আশপাশে মাটি ফেলে তা ব্যবহার উপযোগী করছে কর্তৃপক্ষ।

তবে কাজ নিয়ে তাড়াহুড়া নেই ইজারাদারদের। হাটের পরিসর বড় করার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো কার্যক্রম দেখা যায়নি। গাবতলী পশুর হাট পরিচালনা কমিটি বলছে, প্রতি বছরের মতো এবারও সব কাজ রুটিন অনুসারে হবে। এখনও হাট প্রস্তুতির কাজ সেভাবে শুরু হয়নি। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে।

Gabtoli1

এ প্রসঙ্গে ইজারাদারের পক্ষে দায়িত্বে থাকা মিজান বলেন, আগামী সপ্তাহ থেকেই হাট বসানোর কাজ পুরোদমে শুরু হবে। হাটে ক্রেতা উপস্থিতিও নেই। ফলে পাইকাররাও গরু ওঠানো শুরু করেননি। তাই প্রস্তুতি নিতে একটু বিলম্ব হচ্ছে। তবে সব কাজ পরিকল্পনা মাফিক হবে। নির্দিষ্ট সময়ের আগেই পশুর হাট প্রস্তুত হবে।

মূল হাটের বাইরে ঈদের সময় পশু রাখার জায়গাগুলোতে বর্তমানে ট্রাক, কার্ভাড ভ্যান, রিকশা রাখা হয়েছে। আবার কোথাও কোথাও আবর্জনার বিশাল স্তূপ। এ ছাড়া এখনও তৈরি হয়নি ইজারা কাউন্টার, আইন-শৃঙ্খলা বাহিনীর কনট্রোল রুম ও নজরদারি টাওয়ার।

গাবতলী পশুর হাট পরিচালনা কমিটির সদস্য মো. সানোয়ার হোসেন বলেন, কাজ শুরু হয়েছে। ব্যবসায়ীদের ইজারা দিতে যেন ভোগান্তি না হয়ে সেই লক্ষ্যে এ বছর আমরা ১০টি কাউন্টার তৈরি করব। এ ছাড়া পুলিশ কনট্রোল রুম ও নজরদারি টাওয়ারও নির্মাণ হবে।

Gabtoli3

তিনি আরও বলেন, এবার ক্রেতাদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবে। তাদের পোশাকও আলাদা থাকবে, যেন দেখলেই চেনা যায়।

গাবতলী পশুর হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ১৫ দিন আগে থেকে হাট শুরু হলেও মূল হাট শুরু হবে ঈদের ৩-৪ দিন আগে। কারণ, কোরবানির পশু কিনে রাজধানীবাসীদের তেমন রাখার জায়গা নেই।

Gabtoli4

এদিকে গাবতলীর হাটে এখনও কোরবানির পশু আসতে শুরু করেনি। তবে অনেকে ব্যবসায়ী আগে থেকেই কিছু পশু গাবতলীর হাটেই লালনপালন করছেন।

ইকবাল নামের এক ব্যবসায়ী জানান, ঈদ উপলক্ষে আগামী সপ্তাহ থেকে ব্যবসায়ীরা হাটে পশু নিয়ে আসা শুরু করবেন। আগে পশু নিয়ে আসলেও বিক্রি হবে দেরিতে। ফলে ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। এ ছাড়া বৃষ্টি বাদলের দিন, পশু রাখার জায়গাও একটু সমস্যা আছে।

এমএ/আরএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।