সায়মা ওয়াজেদকে মন্ত্রিসভার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৭ আগস্ট ২০১৭

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য ও অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনকে (পুতুল) অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

saima

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকের শুরুতে একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সায়মা ওয়াজেদ হোসেন (পুতল) নিউইয়র্কভিত্তিক অটিস্টিক শিশুদের সিমা কলাইনু স্কুল অ্যান্ড সেন্টার ফর চিলড্রেন এবং এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান আই কেয়ার ফর অটিজমের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় মন্ত্রিসভা তাকে অভিনন্দন জানিয়েছে।’

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে গত ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজকে এই অ্যাওয়ার্ডটি দেয়া হয়।

আরএমএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।