শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান প্রথম : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:০৩ এএম, ৩১ মে ২০১৫

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান প্রথম এবং বিশ্বের যে কোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত বলে মন্তব্য করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্ন্তজাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সৈন্য সংখ্যা আরো বাড়ানো হবে। শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি দেশের দুর্যোগে সৈনিকদের আরো নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি জাতিসংঘ সদসদফতরসহ বিভিন্ন মিশনের গুরুত্বপূর্ণ পদে দেশের সেনা কর্মকর্তাদের অন্ন্তর্ভূক্তির সম্ভাবনা রয়েছে। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মালি ও কঙ্গো মিশনে কর্মরত শান্তিরক্ষী মিশনের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।