বাম চোখে খানিকটা আলো দেখছেন সিদ্দিকুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ আগস্ট ২০১৭

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বাম চোখে কিছুটা আলো দেখতে পেয়েছেন। তবে এখনও তার দৃষ্টিশক্তি ফিরে আসেনি।

চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে অপারেশনের পর চোখের ব্যান্ডেজ আজ খুললে একথা জানায় সিদ্দিকুর। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. গোলাম মোস্তফা।

তিনি বলেন, গতকাল শুক্রবার তার চোখে অপারেশন হয়েছে, আজ চোখের ব্যান্ডেজ খোলা হয়। ঢাকায় সিদ্দিকুর কোনো চোখেই আলো দেখতে পারেনি। তবে চেন্নাইয়ে সে বলেছে বাম চোখে আগের চেয়ে বেশি আলো দেখছে।

sidikur

তবে সেখানকার ডাক্তাররা আপাতত তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন। দৃষ্টি ফেরার বিষয়ে সিদ্ধান্ত দিতে কয়েক মাস লেগে যেতে পারে।

এর আগে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় সিদ্দিকুর গুরুতর আহত হন। ঘটনার পর প্রথমে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরবর্তীতে সরকারি খরচে চেন্নাই পাঠানো হয়।

এআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।