মাদ্রাসা বোর্ডে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শীর্ষে


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৩০ মে ২০১৫

চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সারাদেশের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা এবার দ্বিতীয় অবস্থানে এসেছে। আর যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রয়েছে তৃতীয় অবস্থানে।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ মূল্যায়নের ভিত্তিতে মাদ্রাসা বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের সেরা ২০-এর অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- নরসিংদীর জামেয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, নরসিংদীর জামেয়া-ই-কাসেমিয়া (কামিল মাদ্রাসা) মহিলা শাখা, রাজশাহী আল-মারকাজুল ইসলামী আস-সালাফি দাখিল মাদ্রাসা, টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখা, উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, কুমিল্লার মোকরা ডিএসএন ফাজিল মাদ্রাসা, ঢাকার লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা, নওগাঁর নামাজগড়া গাওসুল আজম কামিল মাদ্রাসা, টাঙ্গাইলের গোপালপুর দারুল উল কামিল মাদ্রাসা, বগুড়ার সরকারি মোস্তফাবিয়া কামিল মাদ্রাসা, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, জামালপুরের শরিফপুর দাখিল মাদ্রাসা, ব্রাক্ষণবাড়িয়ার আড়াইবাড়ি ইসলামিয়া সাইয়েদিয়া কামিল মাদ্রাসা এবং মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।