'তিনশ ফিটে' রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৩ আগস্ট ২০১৭

রাজধানীর কুড়িল-পূর্বাচল সড়কের 'তিনশ ফিটে' অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার সড়কের দুপাশে দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালানো হয়।

অভিযানে ১০০ ফুট খাল খনন প্রকল্প এলাকায় গড়ে ওঠা কয়েকটি রেস্তোরাঁসহ বেশ কিছু দোকান ভেঙে দেয়া হয়। এ সময় কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, গত ৮ জুলাই থেকে খনন কাজ শুরু হয়েছে। ৩০০ ফিট রাস্তার দুপাশে ১০০ ফিট করে মোট ৫০০ ফিট খাল খনন করা হবে।

একদিকে খাল খনন অন্যদিকে উচ্ছেদ অভিযান চলমমান থাকবে। আমরা সব জমি ইতোমধ্যে অধিগ্রহণ করেছি।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে ২৬ খাবারের দোকান ভাঙা হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

এএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।