চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পণ


প্রকাশিত: ১০:১০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তিন পার্বত্য জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বান্দরবান থেকে ৯৪ কিলোমিটার এবং ঢাকা থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ভারত-মায়নমার সীমান্তের মিজোরাম এলাকায়।

তবে ভূকম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।