ইরাকের নতুন সরকারকে শুভেচ্ছা জানালেন ওবামা
প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বে গঠিত ইরাকের নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে বিদ্রোহী আইএস দমনে দেশটির সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন বারাক ওবামা।
বান কি মুন নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইরাকে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এছাড়া ইরাকের সকল পক্ষকে নিয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী আবাদিকে ধন্যবাদ জানান তিনি।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ইরাক ও অত্র অঞ্চলের সঙ্কটময় মুহূর্তে ইরাকে এমন একটি সরকার দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তির ক্ষেত্রে ইতিবাচব পদক্ষেপ।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবাদিকে টেলিফোন করে নতুন সরকারকে স্বাগত জানান। পরে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরাকি প্রধানমন্ত্রী দেশটির সকল পক্ষের সঙ্গে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেছেন। সেই সঙ্গে আবাদি আইএস যোদ্ধাদের বিরুদ্ধে কাজ করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির পাশাপাশি ইরাকি প্রচেষ্টাকে জোরদার করারও প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ওবামা।