কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ
কম্বোডিয়ার কাছ থেকে আগামী পাঁচ বছরে ১০ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। গতকাল বুধবার দেশটির রাজধানী নমপেনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাক এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চুক্তির অনুযায়ী চলতি বছরেই ২ লাখ টন সাদা এবং ৫০ হাজার টন আধা সিদ্ধ চাল আমদানি করবে বাংলাদেশ।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বন্যার কারণে এ বছর আমাদের সমস্যা হয়েছে। কম্বোডিয়ার সঙ্গে একটি সমঝোতা চু্ক্তি বাস্তবায়নে কম্বোডিয়ায় আসা হয়েছে।
কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাক বলেছেন, এই চুক্তির পর বাংলাদেশে আগামী অক্টোবরের মধ্যেই এই আড়াই লাখ টান চাল রফতানি করা হবে।
জানা গেছে, কম্বোডিয়ার সবচেয়ে বড় চাল রফতানির চুক্তি এটি। দেশটি চলতি বছরের প্রথম ছয় মাসে ২ লাখ ৮৮ হাজার ৫৬২ টন চাল রফতানি করেছে।
আরএস/পিআর