বাংলাদেশ-মালদ্বীপ সমঝোতা স্মারক স্বাক্ষর


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

স্বাস্থ্যসেবার পাঁচ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মালদ্বীপ। রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার দুপুরে এ সমঝোতা স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক ও মালদ্বীপের পক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুসেইন রাশেদ স্বাক্ষর করেন।

এই সমঝোতার ফলে উভয় দেশের চিকিৎসকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়বে। এ ছাড়াও বাংলাদেশের মেডিকেল কলেজে মালদ্বীপের ছাত্র/ছাত্রী ভর্তি; বাংলাদেশের নার্সিং কলেজে মালদ্বীপের ছাত্র/ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ হতে মালদ্বীপ ওষধ আমদানি করা ও বাংলাদেশ হতে মালদ্বীপে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।