পপ সম্রাটের বাড়ির দাম ১০ কোটি ডলার!


প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৯ মে ২০১৫

মাইকেল জ্যাকসনের প্রিয় সম্পত্তি ও বাসস্থান ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’র দাম উঠেছে ১০ কোটি ডলার! জানা গেছে, এর বর্তমান কর্তৃপক্ষ ‘কলোনি ক্যাপিটাল’ নেভারল্যান্ডের খরচ যোগাতে হিমসিম খাচ্ছে। তাই এটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
 
অবশ্য পপ-সম্রাট বেঁচে থাকতেই কার্যত হাতছাড়া হয়েছিলো এই স্বপ্ন-খামার। ২০০৮ সালে ঋণগ্রস্থ মাইকেলের কাছ থেকে প্রায় দু’কোটি ৩৫ লক্ষ ডলারের বিনিময়ে নেভারল্যান্ড দখলে নেয় ‘কলোনি ক্যাপিটাল’।

তখন থেকেই এর দেখাশোনা করার জন্য প্রতি বছর সংস্থাটির খরচ হচ্ছে প্রায় ৫০ লক্ষ ডলার। মূলত খরচব্যায় বইতে না পেরেই খামারটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
 
প্রসঙ্গত, ১৯৯৮ সালে গলফ কোর্স নির্মাতা উইলিয়াম বোনের কাছ থেকে জমি এবং বাড়িটি কেনেন মাইকেল জ্যাকসন। এখানে রয়েছে বিভিন্ন রাইড, চিড়িয়াখানা, খুদে ট্রেন, ছোট জাহাজ, বিচিত্র খেলাধুলার আয়োজনসহ অনেক কিছু।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।