রাজধানীর ১২ প্রবেশ মুখে সিসি ক্যামেরা


প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

কোরবানির ঈত উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজী বন্ধে রাজধানীর ১২টি প্রবেশ মুখে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে ‘বন্যা প্রতিরোধে পূর্ব প্রস্তুতি’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান, কোরবানির হাটে চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাট ও গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে রাজধানীর ১২টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। এবং প্রয়োজনে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় গাড়ির নম্বর প্লেট ও ট্রাক তদারকি করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।