বরিশালে সাপ্তাহিক ছুটির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৯ মে ২০১৫

সাপ্তাহিক ছুটির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে দোকান কর্মচারীরা। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে ‘দোকান কর্মচারী ইউনিয়নের’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট একে আজাদ বলেন, আন্তর্জাতিক আইনে শ্রমিকদের প্রতিদিন ৮ ঘন্টা কাজের নিয়ম থাকলে তা বরিশলে দোকান মালিকদের কাছে উপেক্ষিত। এখানে শ্রমিকদের সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে হয়। শুক্রবার বন্ধের দিনও শ্রমিকরা কাজ করেন। এতে করে শ্রমিকরা মানসিক ও শারিরিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রতিবাদ করলে কাজ থেকে বাদ দেওয়া হয়। বৃহস্পতিবার অর্ধবেলা এবং শুক্রবার সারাদিন ছুটি দিয়ে শ্রমিক শোষণের বিপরীতে মানবিক হয়ে কাঙ্খিত দাবি মেনে নেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি ।

সংগঠনের মহানগর কমিটির সহ-সভাপতি স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, গণফোরাম জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস, দোকান কর্মচারী ইউনিয়নের মহানগর কমিটির সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।