পানির দামও বাড়ল
উৎপাদন খরচ, পরিচালনা ব্যয় ও মদ্রাস্ফীতির সঙ্গে আংশিক সামঞ্জস্য করার কারণ দেখিয়ে পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। পাঁচ শতাংশ হারে বর্ধিত এই দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে। আবাসিকে গ্যাসের দাম বাড়ার পর এবার ঢাকা ওয়াসার পানির দামও বাড়ল।
রোববার ঢাকা ওয়াসা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অগাস্ট থেকে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা হবে। বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য এখন ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম করসহ সব (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রে কার্যকর হবে। ওয়াসা আইন ১৯৯০ এর ২৩ ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা ওয়াসা।
এএস/জেডএ