মদিনা পৌঁছেছেন সরকারি হজযাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৮ জুলাই ২০১৭

বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটের সব হজযাত্রীরা শুক্রবার ভোরে মদিনায় গিয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেন তারা।

এ সময় মক্কায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান। মক্কার মৌসুমী হজ অফিসার বিষয়টি তদারকি করেন।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২২০ ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হজের আগে (প্রি-হজ) মোট ১৪৪টি ফ্লাইট পরিচালনা করা হবে (ডেডিকেটেড-১১২ ও শিডিউল-৩২)।

হজের পরে (পোস্ট-হজে) ১৩৭টি ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত (ডেডিকেটেড-১০৮ ও শিডিউল-২৯)। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থা করেছে।

আরএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।