আশরাফুলের চূড়ান্ত শুনানি আজ


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংয়ের রায়ের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে সোমবার থেকে। শুলশানে ট্রাইব্যুনালের কার্যালয়ে সোমবার প্রথম দিনে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে এই কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার আবার তার শুনানি কার্যক্রম চলবে বলে জানিযেছে ট্রাইব্যুনাল। এ ছাড়া একইদিন শুরু হবে আশরাফুলের পক্ষে শুনানি।

শিহাব চৌধুরী ও আশরাফুলের শুনানি শেষে বুধবার হবে কৌশল লকুয়ারাচ্চির শুনানি। এ ব্যাপারে আশরাফুলের আইনজীবী ইয়াসিন প্যাটেল বলেছেন, ‘সোমবার শিহাব চৌধুরীর শুনানি হয়েছে। মঙ্গলবার আশরাফুলের শুনানি হবে। আশা করছি, এই শুনানির মাধ্যমে শাস্তি কমবে।’ ২০১৩ সালে বিপিএল ফিক্সিংয়ের রায়ের বিপক্ষে বাদী ও বিবাদী দুই পক্ষই আপিল করলে দ্বিতীয় দফায় শুরু হয় এ আপিল শুনানি।

বিপিএলে ফিক্সিংয়ের কারণে মোহাম্মদ আশরাফুলকে ৮ বছর নিষিদ্ধ করে বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে আশরাফলু ছাড়াও শিহাব চৌধুরী, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লু ভিনসেন্ট ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চিকেও শাস্তি দিযেছে ট্রাইব্যুনাল। এরমধ্যে শুধু লু ভিনসেন্ট রায়ের বিরুদ্ধে আপিল করেননি। কিন্তু বাকি তিনজন নিজেদের শাস্তি কমানোর জন্য আপিল করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।