সাক্ষ্য দিলেন জজ মিয়ার মা


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিয়েছেন সেই জজ মিয়ার মা জোবেদা খাতুন। সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী বিশেষ এজলাসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ৭০ বছর বয়সী এই নারী।
 
এ সময় জজ মিয়ার বোন খোরশেদা আদালতে উপস্থিত ছিলেন। বুধবার সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য করেছেন আদালত। জজ মিয়া ও খোরশেদার সাক্ষ্য পরবর্তী কোনো একদিন গ্রহণ করবেন আদালত।
 
বাদীপক্ষে সাক্ষ্যগ্রহণে সহায়তা করেন এ মামলার চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান ও আকরাম উদ্দিন শ্যামল।
 
এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে ঘটনাস্থলে যাওয়া মেজর মারুফ হোসেনকে আদালতে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
 
উল্লেখ্য, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে ওই গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।