পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৬ জুলাই ২০১৭

বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সুপার পদের ১৩ জন কর্মকর্তাকে নিম্নবর্ণিত কর্মস্থলে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদেরকে বিশেষ পুলিশ সুপার সিআইডি ঢাকা, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার সেলিম খানকে পুলিশ সুপার এসপিবিএন ঢাকা, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, এসপিবিএন ঢাকার পুলিশ সুপার ইকবাল হোসেনকে পুলিশ সুপার নওগাঁ জেলা, বরিশাল জেলার পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানকে এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে পুলিশ সুপার বরিশাল জেলা, সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার মো. জিললুর রহমানকে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ ঢাকা হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিএমপি’র উপ-পুলিশ কমিশনার ফারুক আহমেদকে অধিনায়ক (পুলিশ সুপার) ৫ম এপিবিএন ঢাকা, অধিনায়ক (পুলিশ সুপার) ৫ম এপিবিএন মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকা, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ সুপার টিএন্ডআইএম ঢাকা, পিটিসি খুলনার পুলিশ সুপার মোছা. তাসলিমা খাতুনকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ খুলনা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরাকে পুলিশ সুপার হবিগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

police

জেইউ/ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।