রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় এসআই-ওসির বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৭ মে ২০১৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের ১৩ বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শাহ আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আকতার। এর আগে ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দিয়ে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অভিযোগে থানার এসআই ও এক ওসির বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির মা নুর নাহার বেগম।

বুধবার চট্টগ্রাম নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ মীর শফিকুল আলমের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত ভিকটিম ও বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিলেও আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে- রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ূন কবির ও শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মজিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের আলামত গোপন ও নষ্ট, জোরপূর্বক মিথ্যা এজাহারে স্বাক্ষর নেয়া ও ১৪ বছরের কিশোরকে ১৮ বছর দেখানোর অভিযোগ আনা হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।