‘প্রমিজ করছি, আগামী বছর জলাবদ্ধতা দেখবেন না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৬ জুলাই ২০১৭

‘আগামী বছর থেকে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা হবে না’ বলে প্রমিজ (ওয়াদা) করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

বুধবারের বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘এটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না। আমরা সার্ভে করে দেখেছি, ঢাকায় যে ৪৬টি খাল আছে, এর মধ্যে ১৮টির উন্নয়ন করতে হবে, অবশ্যই করতে হবে। ওয়াসাকে নির্দেশনা দিয়েছি, হেভি (ভারী) বৃষ্টি হলেও তিন ঘণ্টার মধ্যে যেন পানি নিষ্কাশন হয়, সেই ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘এখন সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে। এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। তবে এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গায় আমরা আটকা পড়ছি। সেই জায়গায় আমরা ত্বরিত ব্যবস্থা নেব।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমি প্রমিজ (ওয়াদা) করছি, সামনের বছর কিন্তু আপনারা এসব (জলাবদ্ধতা) পরিস্থিতি আর দেখতে পাবেন না। আমরা নিষ্কাশনের ব্যবস্থা কিছুদিনের মধ্যে শুরু করব।’

এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।