ফুঁ দিলে তো পানি যাবে না : আনিসুল হক

আরিফুল ইসলাম আরমান
আরিফুল ইসলাম আরমান আরিফুল ইসলাম আরমান
প্রকাশিত: ১১:৪২ এএম, ২৬ জুলাই ২০১৭

‘এটা এমন একটি সমস্যা ফুঁ দিলে তো যাবে (পানি) না। সব খাল বন্ধ। খালের উপর পাঁচতলা বাড়ি। মাঠ বানিয়ে ফেলা হয়েছে। কোথায় যাবে পানি’ এমনই মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সমাধানের উপায় জানতে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক লাইভ সূত্রে এ তথ্য জানা গেছে।

আনিসুল হক বলেন, ‘এ সমস্যা সমাধানে শর্টকাট কোনো ওয়ে নেই। রাস্তা থেকে টান দিয়ে পানি ফেলে দিলাম। খাল বানাতে হবে। যে জায়গাগুলোতে স্লুইসগেট বন্ধ হয়ে গেছে সেখানে স্লুইসগেট বানাতে হবে। কিন্তু এ দায়িত্ব তো এক এক ডিপার্টমেন্টের।’

তিনি বলেন, ‘যেখানে খাল বন্ধ, যেখানে জায়গা নেই। সেখানকার পানি কোথায় যাবে? এসব সমস্যা সমাধানে গত সপ্তাহে আমরা কো-অর্ডিনেশন মিটিং করেছি। আজকের পানি আমাদের আরও এক্সপেরিয়েন্স দিচ্ছে। ইটস নট এ শর্টটার্ম সলিউশন। আমাদের ওয়েট করতে হবে। আমরা গত বছর যে এলাকায় ড্রেন বানিয়েছি সে এলাকায় এবার পানি নেই। নতুন নতুন এলাকায় (জলাবদ্ধতা) হচ্ছে। সমাধানে সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেল-অ্যালিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে। এজন্য সমস্যা হচ্ছে। কিন্তু কাজটা তো করতে হবে।’

সাত মিনিটের এই ফেসবুক লাইভের শেষে তিনি বলেন, ‘মেয়রের কাছে কোনো জাদু নেই। জাদু থাকলে সব আলাদীনের চেরাগের মতো ফুঁ দিতে থাকতাম।’

এএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।