শাহজালালে সাবানের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৭ মে ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমনবন্দরে সাবানের ভেতর থেকে ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টায় মালয়েশিয়া থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রীকে তল্লাশি করে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এন এইচ ১৯৬ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমনবন্দরে পৌঁছালে আটক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালালে তার কাছে থাকা সাবানের ভেতর থেকে ৬০৩ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এআর/এসকেডি/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।