সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করুন : প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৫ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের প্রতি অাহ্বান জানিয়ে বলেছেন, জনসেবা অাপনাদের দায়িত্ব। অাপনারা জনগণের সেবক। সরকার যেসব উন্নয়নকর্ম সূচি নিয়েছে সেগুলো বাস্তবায়ন করুণ। তৃণমূলের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, অামাদের মূল লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। সরকারের পক্ষ থেকে অাপনারাই (জেলা প্রশাসক) প্রতিনিধিত্ব করছেন জেলা পর্যায়ে। তৃণমূলের মানুষ অামাদের কাছে অাসতে পারে না। তাদের সমস্যা অাপনাদেরই মেটাতে হবে। প্রত্যেক জেলা প্রশাসক উদ্ভাবনীর ওপর গুরুত্ব দেবেন।

অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ অাশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত অারা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. কামাল অাবু নাসের চৌধুরী বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল অালম এবং বিভাগীয় কমিশনারদের মধ্যে থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসকদের পক্ষ থেকে ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, যশোর জেলা প্রশাসক মো. অাশরাফ উদ্দিন বক্তব্য রাখেন।

এফএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।