হোটেল সুন্দরবন রক্ষায় সমন্বয় কমিটি গঠন


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৭ মে ২০১৫

রাজধানীর হোটেল সুন্দরবন রক্ষায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।  সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে। বুধবার সকালে হোটেলের বর্ধিত ভবন দেবে যাওয়ার ঘটনায় মারাত্মক ঝুঁকিতে থাকা হোটেলটি রক্ষার জন্য প্রাথমিকভাবে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বুয়েট, রাজউক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ভবন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হয়েছে। তবে তাদের নাম উল্লেখ্ করা হয় নি।
 
এদিকে, হোটেল সুন্দরবনকে রক্ষার জন্য প্রাথমিক ভাবে বালুর বস্তাদিয়ে ডাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের এ কাজে সহায়তা করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ন্যাশনাল ব্যাংক ও আবুল মোনায়েম গ্রুপ।

এএসএস/জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।