শরীয়তপুরে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৭ মে ২০১৫
শরীয়তপুরে `কৈশোর সুরক্ষায় হবো সচেতন` শীর্ষক কিশোর-কিশোরী মেলা`১৫ এর শোভাযাত্রা

শরীয়তপুরে ‘কৈশোর সুরক্ষায় হবো সচেতন’ শীর্ষক কিশোর-কিশোরী মেলা`১৫ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক, এডোলেসেন্ট ডেভেলপমেন্ট  প্রোগ্রাম (এডিপি) এর আয়োজনে বুধবার সকাল ১০ টা থেকে জেলার সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলা শুরু হয়।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রামচন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল, সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহম্মেদ, এডিপি‘র মাদারীপুরের সিনিয়র এলাকা ব্যবস্থাপক সুব্রত কুমার বিশ্বাস, মাদারীপুরের সেক্টর এস্পেসালিস্ট (সিএসএন) হাসিনা বেগম ও শরীয়তপুরের এএম পেইস ফারুক হোসেন, এডিপি‘র ফিল্ড অর্গানাইজার সামিমা আক্তারসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।

মেলায় কসমেটিকস, পিঠা, চা, ফুলের স্টলসহ বিভিন্ন ধরনের ২০টি স্টল বসেছে।

মো. ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।