জেএমবি সদস্য সগির হোসেন গ্রেফতার


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার এজহারভুক্ত পলাতক আসামি জেএমবি সদস্য সগির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানী ভাটারা থেকে রবিবার রাত ৮টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে আটক করে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার এসিল্যান্ড ভবনের পাশ থেকে সগির হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, সগির হোসেন ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা মামলার এজহারভুক্ত চার নম্বর আসামি। তিনি গত ৯ বছর ধরে পালাতক ছিলেন।

কামরুল আহসান আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে র‌্যাব-১ এর কার্যালয়ে বিকেল ৩টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।