বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

‌`টেকসই উন্নয়নের মূলকথা সাক্ষরতা আর দক্ষতা`  এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীরা ও সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

বিভিন্ন সরকারী ও বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন দিবসটি পালন করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।