অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম চালু রোববার থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২২ জুলাই ২০১৭

প্রযুক্তিকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আগামীকাল (রোববার) পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ থান মেনন এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সচিবালয়ের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এদিন বিকেল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এটি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের একটি প্রয়াস।

আরএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।