চিকুনগুনিয়ায় আক্রান্ত মেয়র সাঈদ খোকনের মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ এএম, ২২ জুলাই ২০১৭
মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। মেয়র নিজেই তার মা'র অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

তার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।

এদিকে সাঈদ খোকনের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়া য় আক্রান্ত।

উল্লেখ্য, চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা'র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। ঢাকা শহরে ইতোমধ্যে এটি মহামারি আকারে দেখা দিয়েছে।

এএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।