বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পাচ্ছেন সায়মা ওয়াজেদ


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এ বছরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ‘অ্যাওয়ার্ড ফর অ্যাকসিলেন্স অন পাবলিক হেলথ’ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে শেখ সায়মা ওয়াজেদ হোসেন। নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ও অটিজম বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ডব্লিউএইচও সায়মাকে এ পুরস্কার দিচ্ছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্বএশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামি ১০ সেপ্টেম্বর বিশ্ব সংস্থার দক্ষিণ-পূর্বএশিয়া অঞ্চলের পরিচালক পুনমক্ষেত্র পাল সিং সায়মাকে এ পুরস্কার তুলে দেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।