চিকুনগুনিয়া : ফোন করলেই বাড়ি আসবেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৭ এএম, ২০ জুলাই ২০১৭

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছানোর লক্ষ্যে কল সেন্টার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আক্রান্তরা কল সেন্টারে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে ফোন করলেই কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

অঞ্চল- , ডিএসসিসি

পার্টনারশিপ এলাকা- (পিএসটিসি)

ওয়ার্ড নং

মোবাইল

নগর স্বাস্থ্য কেন্দ্র-১

১৬০/১ পশ্চিম ধোলাইপাড়, যাত্রাবাড়ী

৫১ 

০১৭২৪৪৬৬৮৭৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-২

১৫৪ দক্ষিণ যাত্রাবাড়ী, সুরুজনগর

৫০

০১৯২৬৩০৮২০৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩

ওয়াসা রোড, নিউ জুরাইন

৫২

০১৯১৯৪৪৭৪০১

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪

বালুরমাঠ, শহীদনগর, গেন্ডারিয়া   

৪৭

০১৭৭৯৭২৬০৭৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫ 

করিমুল্লাহবাগ, পোস্তাগোলা    

৫৪ 

০১৮৫২৬৪২৪৬২

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬

৮৭, কেসব ব্যানার্জী রোড, সূত্রাপুর  

৪৬

০১৯২৪৭৯৪৫৪০

অঞ্চল-, ডিএসসিসি

পার্টনারশিপ এলাকা- (কেএমএসএস)

ওয়ার্ড নং

মোবাইল

নগর স্বাস্থ্য কেন্দ্র-১           

৪৭ নলগোলা রাজবাড়ি, ইমামগঞ্জ

৩০   

০১৯১৭৫৩০৫৯১

নগর স্বাস্থ্য কেন্দ্র-২           

১৫ মৌলভিবাজার কমিউনিটি সেন্টার, বেচারাম দেউরি

৩১,৩২

০১৯১১০৮৭৮০৫

 

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩

২৬ মাজেদ সরদার রোড

৩৩

০১৭২৪৮১৬৩৬৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪               

২৫/১ আগা সাদেক রোড     

৩৪

০১৭১৬৫১৫২৭৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫

১১ হাজী মইনুদ্দীন রোড 

৩৫,৩৬

০১৮১৬০৫২১৮১

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬               

ফরাসগঞ্জ (লাল কুঠির বিপরীতে ট্রাক স্ট্যান্ড)

৩৭,৪৩

০১৭২০৩২০৩১৭

 

অঞ্চল-, ডিএসসিসি

পার্টনারশিপ এলাকা- (বাপ্সা)

ওয়ার্ড নং

মোবাইল

নগর স্বাস্থ্য কেন্দ্র-১          

হাজারীবাগ বড় মসজিদের পাশে, কালুনগর 

২২

০১৯৯৬৭৭৬৪৭১

নগর স্বাস্থ্য কেন্দ্র-২

আজিমপুর বটতলা কাঁচাবাজারের নিকট

২৩

০১৭৪৬৮৩৬৫১৭

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩           

শহীদনগর কমিউনিটি সেন্টার, লালবাগ

২৪ 

০১৭১৮৯৯০৭০৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪

বাবুবাজার বেড়িবাঁধের পাশে, শহীদনগর, লালবাগ                             

২৪

০১৮১৫৫৭৫৮৮৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫  

আলিয়া মাদ্রাসা, বক্সি বাজার

২৭, ২৮    

০১৯১৫৬০৩৩২৯

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬

ইসলামবাগ, কাঁচাবাজার, লালবাগ, ঢাকা  

২৯

০১৭৫৪১১৪৯৭৩

অঞ্চল-, ডিএসসিসি

পার্টনারশিপ এলাকা- (পিএসটিসি)

ওয়ার্ড নং

মোবাইল

নগর স্বাস্থ্য কেন্দ্র-১               

১২২/২ আহমদবাগ

০১৭১২৬৭১১২৬

নগর স্বাস্থ্য কেন্দ্র-২          

উত্তর মুগদা, ঝিলপাড়

০১৬৭০৬৯৫৩৪৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩           

১৬৮ দক্ষিণ কমলাপুর    

০১৭২০২৮৮৬২৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪

২২৯ ফকিরাপুল (গরম পানির গলি), আরামবাগ

০১৯৭১৩০২৩৭৪

নগর স্বাস্থ্য কেন্দ্র-৫

১৭ বায়তুল মামুর মসজিদ মার্কেট, এজিবি কলোনী, মতিঝিল

১০

০১৭৮৩৯১৯৫৬৩

নগর স্বাস্থ্য কেন্দ্র-৬

বাগিচা, উত্তর শাহজাহানপুর  

১১

০১৮১৪২৫০৪৮৫

অঞ্চল-, ডিএসসিসি

পার্টনারশিপ এলাকা- (পিএসটিসি)

ওয়ার্ড নং

মোবাইল

নগর স্বাস্থ্য কেন্দ্র-১          

৩০৮/৩ এ তিলপা পাড়া, গোড়ান

০১৯২২২৪১৬৬৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-২

৩২৫ দক্ষিণ গোড়ান, খিলগাঁও

০১৯১২৬৩৬৮৩১

 

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩

৩৩/১ মেরাদিয়া মেইন রোড,মেরাদিয়া

০১৯২২২৪১৬৬৫

নগর স্বাস্থ্য কেন্দ্র-৪

৪৬২, গুলবাগ, নতুন গুলবাগ মসজিদ, মালিবাগ   

১২

০১৭১২০৭৮৭০০

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই এ সেবা শুরু হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি নগর মাতৃসদন কেন্দ্র ও  কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল এবং একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে।

মেয়র জানান, চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোতে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা করল ডিএসসিসি।

এএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।