জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৯ জুলাই ২০১৭

জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি জানিয়েছে নাগরিক পরিষদ নামক একটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক পরিষদের উদ্যোগে ‘রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক' শীর্ষক এ মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যা দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক জাতিসংঘের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। দীর্ঘদিন রোহিঙ্গা মুসলিম নিরীহ জনগোষ্ঠীর ওপর অমানবিক নিপীড়ন চলেছে।

তারা বলেন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, গৃহ উচ্ছেদ, জোরপূর্বক বাংলাদেশে প্রেরণসহ ভয়াবহ অমানবিকতার শিকার নিরীহ রোহিঙ্গারা বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, সৌদি আরব তুরস্ক, ইইউসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়, নিকটতম প্রতিবেশী বাংলাদেশে কয়েক লাখ নির্যাতিত উদ্বাস্তু দীর্ঘকাল অবস্থান করলেও মায়ানমার কোনো সমাধানে এগিয়ে আসেনি। জাতিসংঘে আমরা নাগরিক পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধানের আহ্বান জানাই।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দীন। বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন-অর-রশিদ খান, দার্শনিক আবু মহি মুসা, ভূমিহীন নেতা শেখ নাসির উদ্দিন প্রমুখ।

এএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।