পল্লবীতে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর টাকা ছিনতাই
রাজধানীর পল্লবীতে আব্দুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার ৪২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা প্রথমে ওই ব্যবসায়ীকে মিরপুর আধুনিক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, আব্দুর রহমান মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে কাপড়ের ব্যবসা করেন। ভোরে তিনি বাসা থেকে কাপড় কেনার জন্য বের হন। পল্লবী থানার দক্ষিণ পাশে ৪ নম্বর লেনে পৌঁছালে ৩/৪ জন দুর্বৃত্ত অতর্কিতে তার পেট ও পিঠে ছুরিকাঘাতে করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢামেকে চিকিৎসাধীন আব্দুর রহমানের দাবি, তার কাছে থাকা ৪২ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এআর/এমএমজেড/এসআর/পিআর