যাত্রাবাড়ীতে হরিণের চামড়াসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৮ জুলাই ২০১৭

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ীর ৭৭/বি বাড়ির ৬ষ্ঠ তলায় এ অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. আবু সালেহ (৪০), মো. ফারুক শেখ (৩৫) ও মো. কামাল (৪৫)। তাদের হেফাজত থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২’ অনুযায়ী বাঘ ও হরিণ হত্যা এবং এগুলোর বাণিজ্যে জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।