তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে কোম্পানির প্রভাবমুক্ত রাখার দাবি
সারচার্জ ব্যবস্থাপনা নীতিসহ সব তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুসারে বিশ্বের বিভিন্ন দেশে তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নীতিনির্ধারকদের প্রভাবিত করার চেষ্টা ও কূটকৌশলের আশ্রয় নেয়। আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের আর্টিকেল ৫ দশমিক ৩ অনুসারে তামাক কোম্পানির এ ধরনের প্রভাব থেকে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিসমূহ সুরক্ষা পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করতে অবিলম্বে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি পাসে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সব তামাক নিয়ন্ত্রণ নীতি ও কার্যক্রম তামাক কোম্পানির প্রভাবমুক্ত রাখা জরুরি।
আয়োজক সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমানসহ ডাব্লিউবিবির ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএস/এমআরএম/এমএস