দ্রুত চিকুনগুনিয়া মুক্ত হবে ডিএসসিসি : খোকন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৮ জুলাই ২০১৭

সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দ্রুত দক্ষিণ সিটি কর্পোরেশন এল়াকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার পুরান ঢাকার লক্ষীবাজার এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, আজ আমাদের ৫৭টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।

সাঈদ খোকন বলেন, দুই-তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এজন্য প্রতিটি সংস্থার প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা বাড়াতে হবে। সবার চেষ্টায় দ্রুতই চিকুনগুনিয়া মুক্ত হবে সিটি কর্পোরেশনের দক্ষিণের এলাকা।

র‌্যালিতে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ  লক্ষীবাজার ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা অংশ নেন।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।