এ কে খন্দকার নিশ্চয় বাপ কা বেটা : হান্নান শাহ


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

এ কে খন্দকার নিশ্চয় বাপ কা বেটা, শুধু বীর উত্তম নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ফ্রি থিংকার্স ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠানে হান্নান শাহ এসব কথা বলেন।

তিনি বলেন, এ কে খন্দকার নিশ্চয় বাপ কা বেটা, শুধু বীর উত্তম নন। ভদ্র মানুষ আওয়ামী লীগে বিরল। এ কে খন্দকার ভদ্র মানুষ, তাই আওয়ামী লীগের নেতারা তাঁকে এখন সহ্য করতে পারছেন না।

হান্নান শাহ বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই তিনি বক্তৃতার শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, তাঁর পিতা যা শেষ করতে পারেনি, তা তিনি করবেন। আমরা জানি, বঙ্গবন্ধু যা করতে পারেননি তা হলো বাকশাল। আওয়ামী লীগ এখন বাকশালই কায়েম করছে।

জাসদকে একটি জঙ্গি সংগঠন উল্লেখ করে হান্নান শাহ বলেন, বিএনপি নয় বরং জাসদকে তাদের মন্ত্রিসভায় স্থান দিয়ে আওয়ামী লীগই দেশে জঙ্গিদের মদদ দিচ্ছে। স্বাধীনতার পর সরকারি-বেসরকারিভাবে যারা সন্ত্রাসী ছিল, তারাই এখন দেশ চালাচ্ছে।

ফ্রি থিংকার্স ফোরামের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।