ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ জুলাই ২০১৭

চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীর সরকারি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায়।

তিনি জানান, মেয়রের ঘোষণার অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাই কর্মস্থলে থেকে নিয়মিত অফিস করবেন।

সম্প্রতি নগরজুড়ে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। এজন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এএস/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।