স্পেনে কনস্যুলার সেবা পেলেন ২৭০ বাংলাদেশি


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ মে ২০১৫

স্পেনের  বার্সেলোনায় ২৭০ জন বাংলাদেশি অভিবাসীকে কনস্যুলার সেবা দেয়া হয়েছে। শনিবার বার্সেলোনার স্থানীয় একটি অফিসে এই সেবা প্রদান করা হয়। অভিবাসীরা এখানে পাসপোর্ট নবায়ণ, নাম সংশোধন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য আবেদন, পাসপোর্টে সন্তানের নাম নিবন্ধিকরণ ইত্যাদি সেবা গ্রহণ করেন।

স্থানীয় বাংলাদেশ সমিতির উদ্যোগে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস ও বার্সেলোনার স্থানীয় কনস্যুলার অফিসের কর্মকর্তারা এই সেবা দান করেন। এই সেবার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশ সমিতির পক্ষে মোহাম্মদ কামরুল।

অভিবাসীদের সুবিধার্থে বছরে অন্তত ৪ বার এই সেবাকে মাঠ পর্যায়ে নিয়ে আসার জন্য স্থানীয় প্রবাসী স্বেচ্চাসেবী সংগঠন স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সার্ভিসের আয়োজন করে।

উল্লেখ্য, সময় ও অর্থ সাশ্রয় হবার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ধরণের কনস্যুলার সার্ভিস ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।