বিচারকদের স্বাধীনতা একবিন্দুও ক্ষুণ্ন হবে না : আইনমন্ত্রী
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাওয়ায় বিচারপতিদের স্বাধীনতা একবিন্দুও ক্ষুণ্ন হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিশেষ জজ ও জুডিসিয়াল কর্মকর্তাদের সপ্তাহব্যাপী ১২৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারপতিদের রায়ের সঙ্গে অভিশংসনের কোনো সম্পর্ক নেই। রায়ের জন্য তারা অভিশংসনের মুখোমুখী হবেন না। সংসদ কর্তৃক অভিশংসন ব্যবস্থায় তাদের স্বাধীনতা একবিন্দুও ক্ষুণ্ন হবে না।
তিনি বলেন, কেবল বড় ধরনের অসদাচরণ ও অযোগ্যতার অভিযোগ প্রমাণিত হলেই বিচারপতিরা অভিশংসনের সম্মুখীন হবেন; অন্য কোনো কারণে নয়। অভিশংসনের যাতে অপব্যবহার না হয় আইনটি সেভাবেই প্রণীত হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণার্থী বিশেষ জজদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, দেশে ২০ লাখের বেশি বিচারাধীন মোকদ্দমার জট কমিয়ে আনা বিচারকদের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, মামলার জট কমাতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশিক্ষণার্থী বিচারকদের আইন বিষয়ে পড়াশুনা থাকলেও বিচারকাজের গুণগতমান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ এবং আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তৃতা দেন।