কাব্যভূবনে নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো : রওশন এরশাদ


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৪ মে ২০১৫
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, বাংলা সাহিত্যের কাব্যভূবনে কাজী নজরুলের আবির্ভাব ঘটেছিল ধূমকেতুর মতো, যার দীপ্ত ছটায় উদ্ভাসিত হয়েছিল বাঙালি জাতির মন ও মনন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রোববার এক বাণীতে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ তার বাণীতে বলেন, জাতীয় কবি সারাজীবন শোষণ-নির্যাতন, জুলুম-অত্যাচার, বিভেদ-বৈষম্য, অসত্য ও অসম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। বাংলা সাহিত্যে সাম্য, সংগ্রাম ও বিদ্রোহের কবি, বিরহ ও প্রেমের কবি নবজাগরণের দিশারী কাজী নজরুল নির্ভীকচিত্তে গেয়েছেন মানবতার জয়গান।

কবি নজরুলের জন্মজয়ন্তীতে কুসংস্কার, ধর্মান্ধতা, কূপমন্ডকতা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ-প্রেমে উদ্ভাসিত কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।