শান্তিরক্ষা মিশনে সুদান গেলেন ১৪০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৬ জুলাই ২০১৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য সুদানের দারফুরের (পশ্চিম সুদান) উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএন চার্টার ফ্লাইটে দারফুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে দলটি। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

Un

বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রায় এক হাজার সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৫ জুলাই হাইতি মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ পুলিশ ঢাকা ত্যাগ করেছিলেন। হাইতিতে ব্যানএফপিইউ-৩ নামের এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী।

এআর/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।