প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে চান এরশাদ
প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা মন্ত্রিত্ব চাই না। মন্ত্রিত্বে যাওয়ার ইচ্ছাও ছিল না আমাদের। যা হয়ে গেছে, হয়ে গেছে। আগামীতে আমরা প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে চাই। সরকারে না থাকা নিয়ে খুব শিগগিরই দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলে।
বিএনপির বর্জনের মধ্যে জাতীয় পার্টি নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ সংসদ নির্বাচনে অংশ নেয়। এরপর সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও যোগ দেয় পার্টি, এরশাদ নিজেও হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। একইসঙ্গে সরকারে এবং বিরোধী দলে থাকাটা গণতন্ত্র চর্চার সঙ্গে মেলে না বলে বিভিন্ন মহলে আলোচনা চললেও জাতীয় পার্টি না নাকচ করে আসছিল।
তবে মাস খানেক আগে এরশাদের ভাই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের দলীয় এক সভায় দলের এই অবস্থানের সমালোচনা করেন। এরপর গত সপ্তাহে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা ওঠে।