সংসদ অধিবেশন শুরু
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ৫ম কার্যদিবস শুরু হয়েছে। রোববার বিকেল ৫টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যসূচি শুরু হয়।
দুদিন সাপ্তাহিক ছুটি শেষে শুরুতেই রয়েছে মন্ত্রিদের প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনা। এছাড়া আজই উত্থাপিত হচ্ছে সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪।
এর আগে গত ০৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর ১৩ জানুয়ারি সরকার গঠন করে ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হয়। এরপর ৩ জুন দ্বিতীয় ও বাজেট অধিবেশন চলে ৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে প্রথম বারের মতো বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাশ হয়।