যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিচার শুরু


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

পুলিশের কাজে বাধা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে  বিচার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার পল্টন থানার ৪৪(০৮)১০ মামলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে ১৪৮/১৪৯/৩৩২/৩৫৩/১১৪ ধারায়  অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেন।

মামলায় আলাল ও নীরব ছাড়াও অপর আসামিরা হলেন- আব্দুস সালাম আজাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, ফিরোজ আলম ও সাজ্জাদ হোসেন। তবে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আসামি রিয়াজুল এহসানকে মামলার দায় থেকে অব্যাহতি দেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।